মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, ১৩:২১
শেয়ার :
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া পোল মোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকাল ৮টায় বড়তাকিয়া পোল মোগরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির এশিয়ান পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলাউদ্দিন বলেন, ‘দুই সন্তানের বাবা কামরুল ইসলাম কর্মস্থলের সূত্রে ঢাকায় থাকেন। আজ শুক্রবার সরকারি বন্ধের দিন বাড়িতে এসেছেন। কিন্তু বাড়ির কাছে এসে বাস থেকে নেমে আর ঘরে ফিরতে পারেননি। না ফেরার দেশে চলে গেলেন প্রিয় রাজনৈতিক সহকর্মী। একসঙ্গে মিছিলে সমাবেশে আর দেখা হবে না আমাদের।’

কামরুল ইসলামের বন্ধু নুরুল ইসলাম ইরান নিজের ফেইজবুকে শোক প্রকাশ করে লিখেছেন, সন্তানেরা অপেক্ষায় ছিল ঘুম থেকে উঠে বাবার ডাক শুনবে। একটু পর বাবা দরজায় আওয়াজ দিয়ে বলবে, “আমি আসছি, তোমরা কে কোথায়।” বাবা এলেন, কিন্তু নিথর দেহ। ঢাকা থেকে ২শ’ কিলোমিটার বাড়ির পাশে এসে সড়ক পার হয়ে ঘরে ফিরল না। ঘরে ফিরলো নিথর দেহ।’

মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত সুলতানা জানান, মৃত অবস্থায় কামরুল ইসলামের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে থাকা লোকজন জানায়, বুকের উপর দিয়ে বাস চলে গেছে। লাশের শরীরে রক্তক্ষরণ না হওয়ায় আঘাতের স্থান চিহ্নত করা যায়নি।

কুমিরা হাইওয়ে পুলশিরে ইনর্চাজ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘শুক্রবার সকালে বড়তাকিয়া পোল মোগরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির এশিয়ান পরিবহন বাস কামরুল ইসলামকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত কামরুল ইসলামের লাশ পরিবারের অনুরোধে দাফনের জন্য পরিবারকে দেওয়া হয়েছে।’