ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ২১:৩৩
শেয়ার :
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে ফেসবুকে পরিচয়ের পর তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সুমন মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা করেন।  পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার কুট্টাগর গ্রামের মো. সুমন সদর ও একই উপজেলার টুটিয়ারচর গ্রামের মো. শামীম।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দুই মাস আগে ফেসবুকে মো. সুমনের সঙ্গে হোসেনপুর উপজেলার হোসেনপুর আদর্শ মহিলা কলেজের এক ছাত্রীর পরিচয় হয়। বিবাহিত হওয়া সত্ত্বেও ডাক্তার পরিচয় দিয়ে ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলেন তিনি। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে গাজীপুরে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তরুণী রাজি না হলেও ৭ জুলাই সুমন তার সহযোগী মো. শামীমের সহযোগিতায় ভয়ভীতি প্রদর্শন করে ওই তরুণীকে অপহরণ করে গাজীপুর নিয়ে যান। সেখানে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন।

পরবর্তীতে ১০ জুলাই বিকেলে সুমন গাজীপুর থেকে সিএনজিযোগে ওই তরুণীকে উপজেলার দ্বীপেশ্বর গোলচত্বর এলাকায় নামিয়ে কৌঁশলে পালিয়ে যেতে চাইলে ওই তরুণীর ডাক-চিৎকারে স্থানীয়রা সুমন ও শামীমকে আটকে রেখে পুলিশে খবর দেন। 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, অভিযুক্ত দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেন। পরে তাদের ধর্ষণের অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।