যান্ত্রিক ত্রুটি নিয়ে উড়ছিল উড়োজাহাজ, ফিরে এল ২০ মিনিট পর

অনলাইন ডেস্ক
১১ জুলাই ২০২৪, ২১:১৭
শেয়ার :
যান্ত্রিক ত্রুটি নিয়ে উড়ছিল উড়োজাহাজ, ফিরে এল ২০ মিনিট পর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। তবে যান্ত্রিক ত্রুটি থাকায় উড়োজাহাজটি ২০ মিনিট ওড়ার পর ফের শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে।

শাহজালাল বিমানবন্দরে ফিরে এসে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এক ঘণ্টা পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে তাদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

যাত্রীদের নামিয়ে দেওয়ার সময় বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল, উড়োজাহাজটির শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) কাজ করছে না। তবে উড়োজাহাজটি বিমানবন্দরের হ্যাঙ্গারে (পার্কিং এলাকায়) নেওয়ার পর জানা যায়, যান্ত্রিক সমস্যার কারণে বিমানের এসি কাজ করছিল না।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিকল্প ফ্লাইটে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। আর হ্যাঙ্গারে বিমানটির যান্ত্রিক সমস্যা সমাধান করে অন্য রুটে ফ্লাইট পরিচালনায় প্রস্তুত রাখা হয়েছে।