সিলেটে আবারও কোটি টাকার ভারতীয় চিনি জব্দ
সিলেটে অবৈধভাবে আনা ভারতীয় চিনিবোঝাই ৭টি ট্রাক জব্দ করেছে পুলিশ। জব্দকৃত চিনির বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে সিলেটের শাহপরাণ ধানাধীন খাদিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিনিবোঝাই ৭টি ট্রাক জব্দ করা হয়। এসব চোরাচালানে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু একটি চক্র জড়িত বলে অভিযোগ আছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার আন্দরকুটা গ্রামের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), পাবনা সদর থানার নাজিরপুর (কাজিপাড়া) গ্রামের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২), একই গ্রামের মো. সিরাজ সিরাইয়ের ছেলে মো. হাফিজুর রহমান (২৮), রাজশাহী জেলার চারঘাট থানার খরের বাড়ি গ্রামের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর জেলার সদর থানার মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদর থানার জালালপুর গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই থানার বাবুল চারা গ্রামের জাহান শেখের ছেলে শাকিল শেখ (২০)।
গত কয়েক মাসে সিলেটে অন্তত কয়েক কোটি টাকার চোরাই চিনি জব্দ করা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে তোলপাড়। চিনি চোরাচালানে জড়িত থাকায় বিলুপ্ত করা হয়েছে স্থানীয় ছাত্রলীগের কয়েকটি কমিটি।
তবে পুলিশ জানিয়েছে অপরাধিদের রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব না দিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র একটি টিম ভোর ৫টার দিকে শাহপরাণ থানাধীন সুরমা বাইপাস দিয়ে আসা ৬টি ট্রাক শাহপরাণ ব্রিজ এলাকা থেকে আটক করে। এ সময় বহরের পেছন থেকে একটি ট্রাক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শাহপরাণ (রহ.) মাজার তদন্তকেন্দ্রের পুলিশের সহায়তায় ট্রাকটি জব্দ করা হয়। মোট ১ লাখ ২০ হাজার কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। যার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। অভিযানে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।