স্ত্রীর আত্মহত্যা, খালাস পেলেন কনটেন্ট ক্রিয়েটর মনির

আদালত প্রতিবেদক
১১ জুলাই ২০২৪, ২০:২৭
শেয়ার :
স্ত্রীর আত্মহত্যা, খালাস পেলেন কনটেন্ট ক্রিয়েটর মনির

স্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা থেকে খালাস পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামন মনির। আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাসের আদেশ দেন। এ সময় মনির আদালতে উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ১৭ মার্চ খিলগাঁও নিজ বাসায় আত্মহত্যা করেন শরীফা আক্তার ময়না। এ ঘটনায় তার দুলাভাই মিজানুর রহমান আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের শেষের দিকে মনির ও ময়না বিয়ে করেন। বিবাহের পর থেকে ময়না তার বোনকে জানান, মনিরের অন্য মেয়েদের সঙ্গে সর্ম্পক রয়েছে। তিনি মেয়েদের নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় ও অনৈতিক সর্ম্পক গড়ে তুলে। বিষয়টি নিয়ে অনেকবার শালিস বৈঠক হয়েছে। এর প্রতিবাদ করলে ময়নাকে মারধর করত মনির। গত ১৭ মার্চ মনির ময়নাকে মারধর করে। এ নিয়ে তাদের খিলগাঁও বাসায় বৈঠক হয়। মনিরের বক্তব্য ও কেউ তার কিছু করতে পারবে না বলে জানায়। এতে অভিমান করে ময়না রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মামলাটি তদন্ত করে ২০২০ সালের ১০ অক্টোবর আসাদুজ্জামান মনিরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ২৪ ডিসেম্বর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলায় মিজানুর রহমানসহ দুই জন সাক্ষ্য দেন।