পুলিশের লাঠিচার্জের পরও মহাসড়কে কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ১৯:৪৮
শেয়ার :
পুলিশের লাঠিচার্জের পরও মহাসড়কে কুবি শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের বিভিন্ন জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের। এর আগে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর আগে দুপুর ৩টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয়।

শিক্ষার্থীরা জানান, আন্দোলনের অংশ হিসেবে কোটবাড়ি এলাকায় যাওয়ার পথে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, কাঁদানেগ্যাস ছোড়ে ও ফাঁকা গুলি করে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এরপর আরও শিক্ষার্থী জড়ো হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যান।

সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে রেখেছেন। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা গেছে।