নিখোঁজের দুদিন পর ৪ মাদ্রাসাছাত্রকে উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ১৯:৫২
শেয়ার :
নিখোঁজের দুদিন পর ৪ মাদ্রাসাছাত্রকে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ৪ মাদ্রাসাছাত্রকে নিখোঁজের দুদিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাদের উদ্ধার করা হয়। এর আগে গত ৬ জুলাই সকালে ওই ৪ মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়।

উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্ররা হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে নাদিম ইসলাম (১৫), রাণীশংকৈল উপজেলার রাতোর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৪), ফড়িঙ্গাদিঘী গ্রামের মৃত লিটনের ছেলে রাফিজুল ইসলাম (১৪), টাঙ্গাগঞ্জ গ্রামের আইনুল হকের ছেলে হাবিবুর রহমান (১৩)। তারা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানীপুর কওমী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, গত ৬ জুলাই ওই মাদ্রাসা থেকে ৪ ছাত্র নিখোঁজ হয়। ওই দিনেই মাদ্রাসা সুপার রমজান আলী রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর প্রেক্ষিতে পুলিশ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় কলাপাগলা আবাসিক এলাকার একটি মুরগির ফার্ম থেকে নিখোঁজ ৪ ছাত্রকে উদ্ধার করে। ওই দিন রাতে রাণীশংকৈল থানার পুলিশ তাদের ময়মনসিংহ থেকে নিয়ে আসে।

ওসি আরও জানান, ওই ৪ ছাত্র মাদ্রাসার পড়াশোনার চাপে মাদ্রাসা থেকে পালিয়েছিল বলে জানিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পর হালুয়াঘাট থেকে ফোনে পরিবারের কাছে তাদের অবস্থান জানিয়েছিল। সেই সূত্র ধরে পুলিশ তাদের উদ্ধার করে অভিভাবকদের অবগত করেন। বর্তমানে চার ছাত্র তাদের অভিভাবকদের কাছে রয়েছে।