গাড়ি রেখে হেঁটে-অটোরিকশায় স্পিকারের সঙ্গে সাক্ষাতে গেলেন ইইউ রাষ্ট্রদূত
এক্সপ্রেসওয়েতে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ছবি: ভিডিও থেকে নেওয়া
কোটা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে তারা অবস্থান নেন। এতে অচল হয়ে পড়ে রাজধানী। সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের অবরোধে পড়েন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পরে হেঁটে ও সিএনজিচালিত অটোরিকশায় চড়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করতে জাতীয় সংসদ ভবনে যান তিনি।
আজ বিকেলে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন চার্লস হোয়াইটলি। সেখানে তিনি লিখেছেন, ‘প্রতিবাদ কর্মসূচির কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম। পরে পায়ে হেঁটে ও সিএনজির (অটোরিকশা) মাধ্যমে এসে স্পিকারের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছি।’
ভিডিওটিতে দেখা গেছে, প্রথমে এক্সপ্রেসওয়ে দিয়ে হেঁটে রওনা হন হোয়াইট লি। এ সময় তার সঙ্গে বার্নড নামে আরও একজন ছিলেন। এক্সপ্রেসওয়ের রেলিং দিয়েও মজার ছলে হাঁটতেও দেখা যায় বার্নডকে। পরে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে সংসদে যান তারা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ছবি: সংগৃহীত
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জানা গেছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যান চার্লস হোয়াইটলি। বৈঠকে দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান তিনি।