মায়ের সঙ্গে ওষুধ কিনতে গিয়ে প্রাণ গেল শাহাদতের
বরিশালের উজিরপুরে মো. শাহাদাত ফরাজী (৮) নামের এক শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভরসা কাঠি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের সোহাগ ফরাজীর স্ত্রী কাজল বেগম তার শিশু সন্তান শাহদতকে সঙ্গে নিয়ে ওষুধ কেনার জন্য জয়শ্রী বাসস্ট্যান্ড আসেন। এ সময় মায়ের হাত থেকে ছুটে শিশু শাহাদাত রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ১২-০১-৩৮। এতে শিশু শাহাদাত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, দুর্ঘটনার কারণে একটি ট্রাক জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। তাবে ট্রাকচালক পালিয়ে গেছে।