অনন্ত-রাধিকার বিয়েতে গাইবেন একঝাঁক তারকা, প্রকাশ্যে এল নাম

বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১৭:৩১
শেয়ার :
অনন্ত-রাধিকার বিয়েতে গাইবেন একঝাঁক তারকা, প্রকাশ্যে এল নাম

মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি বিয়ে করতে চলেছেন রাধিকা মার্চেন্টকে। আগামী ১২ জুলাই বসবে তাদের বিয়ের আসর, চলবে ১৪ জুলাই পর্যন্ত। তাদের প্রাক্-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে চার মাস আগেই। গত ৮ জুলাই হয়ে গেল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনন্ত-রাধিকার বিয়েতে কারা গাইবেন, সেই তথ্য প্রকাশ্যে এসেছে। তাদের বিয়ে মাতাবেন বিশ্বের খ্যাতনামা শিল্পী অ্যাডেলে, ড্রেক ও লানা ডেল রে।

ওই অনুষ্ঠানে থাকবেন বেশ কয়েকজন ভারতীয় সংগীতশিল্পীও। সেই তালিকায় নাম এসেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের। অনন্ত-রাধিকার বিয়েতে আরও থাকবেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী প্রমুখ।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই শিল্পীরা কয়েকটি আধ্যাত্মিক গান গাইবেন, সঙ্গে কিছু শ্লোকও গাইবেন। সোনু নিগম গাইবেন ‘শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি’। ইতিমধ্যেই গোটা বিষয়ের অনুশীলন শুরু হয়ে গেছে। সমস্ত শ্লোক পাঠ করা হবে সংস্কৃততে। প্রতিটি গান কম্পোজ করেছেন অজয় অতুল।

আগামী ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসবে আলোচিত এই জুটির বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হবে বিয়ের মাধ্যমে। আর ১৩ জুলাই হবে আশীর্বাদ অনুষ্ঠান। রিসেপশন অনুষ্ঠান হবে ১৪ জুলাই।