রনির নেতৃত্বে কারওয়ান বাজার রেললাইন অবরোধ

অনলাইন ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১৩:২১
শেয়ার :
রনির নেতৃত্বে কারওয়ান বাজার রেললাইন অবরোধ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকায় রেললাইন অবরোধ করেছেন।

আজ সকালে কারওয়ান বাজারের এফডিসি গেটের কাছে শিক্ষার্থীরা রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে গত সোমবার সন্ধ্যায়ও কারওয়ান বাজারের এফডিসি গেটের কাছে রেললাইনের ওপর অবস্থান নিয়েছিলেন কোটাবিরোধীরা।

প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ বুধবার দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করা শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসান।

হাইকোর্টের দেওয়া রায়ে আপিল বিভাগের চার সপ্তাহের স্থিতাবস্থা জারির পর প্রতিক্রিয়া জানতে চাইলে ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আপনারা (সাংবাদিক) অপেক্ষা করুন। আমরা বিস্তারিত জানাব। আদালতে কী হয়েছে এখনও বিস্তারিত জানি না। তবে এতটুকু বলতে চাই, কোটা সংস্কারের বিষয়ে কোর্টের কাছে নয়, নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চাই।’