আপনারা কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, প্রশ্ন মুক্তিযুদ্ধ মঞ্চের (ভিডিও)

অনলাইন ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১১:৫৭
শেয়ার :
আপনারা কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, প্রশ্ন মুক্তিযুদ্ধ মঞ্চের (ভিডিও)

কোটা বিরোধীদের উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের অন্যতম নেতা লুৎফর রহমান বলেছেন, আপনারা কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন?

আজ বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তিনি এ কথা বলেন। দুই দাবিতে বিক্ষোভ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডসহ কোটার পক্ষের বেশ কয়েকটি সংগঠন। 

এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে যদি জাতির পিতা মুক্তিযুদ্ধের ডাক না দিতেন, মুক্তিযুদ্ধ না করতেন তাহলে দেশ স্বাধীন হতো না। আজকে স্বাধীনতা পেয়েছি বিধায় বাংলাদেশ নামে ভূখন্ড হয়েছে। 

মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা বলেন, ‘আমরা কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের অবমাননা, এ দেশের পতাকার অবমাননা মেনে নেবো না। আমরা আমরণ দাবি আদায় করে ছাড়বো। মুক্তিযোদ্ধাদের অধিকার কোটা বহাল রাখতেই হবে। ’

এদিকে, পূর্বঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচি সফল করতে কিছুক্ষণের মধ্যেই শাহবাগে আসার কথা আন্দোলনকারী শিক্ষার্থীদের। ফলে শাহবাগ এলাকায় তৈরি হতে পারে উত্তেজনাকর পরিস্থিতি।

তবে এ বিষয়ে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শাহবাগ মোড়ে এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ ঘিরে রয়েছে পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, শাহবাগে গুরুত্বপূর্ণ দুটি বড় হাসপাতাল রয়েছে। সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেওয়া হবে না। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।