বাংলাদেশকে পানি দেব না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১০:৩৬
শেয়ার :
বাংলাদেশকে পানি দেব না: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও বাংলাদেশকে তিস্তার পানি না দেওয়ার কথা জানিয়েছেন। তার দাবি, শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকে না। যতটুকু থাকে, তা দেওয়া হলে রাজ্যটির মানুষই পানি পাবে না।

গত সোমবার রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’তে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মমতা। এসময় বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন চুক্তি নবায়ন ইস্যুতে মোদি সরকারের সমালোচনাও করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘তিস্তায় কি পানি আছে, যে বাংলাদেশকে দেওয়া যাবে? তাহলে তো উত্তরবঙ্গের মানুষ খাওয়ার পানিই পাবেন না। বর্ষার তিস্তার সঙ্গে যেন গ্রীষ্মের তিস্তাকে এক করে দেখা না হয়।’

গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়ে মোদি সরকারের সমালোচনা করে মমতা আরও বলেন, ‘পশ্চিমবঙ্গকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার গঙ্গার চুক্তি নবায়ন করতে চাইছে। এটা আমরা মেনে নেব না। কারণ, গঙ্গার পানির সঙ্গেও পশ্চিমবঙ্গের স্বার্থ জড়িত। যেমনটা তিস্তার পানির সঙ্গে। তাই এই চুক্তি করতে হবে পশ্চিমবঙ্গকে নিয়েই।’