রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল নিয়ে যা জানালেন পিএসসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৪, ২২:৩০
শেয়ার :
রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল নিয়ে যা জানালেন পিএসসি চেয়ারম্যান

প্রশ্নফাঁস কাণ্ডে ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। আজ মঙ্গলবার পিএসসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সোহরাব হোসাইন বলেন, ‘১২ বছর আগে যারা চাকরি পেয়েছেন, তাদের বিষয়ে যদি কিছু আসে- তাহলে তা খুঁজতে হবে কোন মাধ্যমে বা আদালতে। তাদের পরামর্শ ছাড়া তো এখন কিছু বলা সম্ভব না।’

পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার সত্যতা যদি পাওয়া যায়, তাহলে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি বাতিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান বলেছেন, ‘এটি খুব কঠিন প্রশ্ন। এর জবাব এখন কেউ দিতে পারবে না। আইনজ্ঞদের সঙ্গে কথা না বলে, বিধিমালা না দেখে, সামগ্রিকভাবে বিবেচনা না করে এটি নিয়ে সম্ভব না কিছু বলা। 

তারপরও একটা বিষয় থাকে যখন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটা তাৎক্ষণিক যদি সামনে আসে; তাহলে ব্যবস্থা নেওয়া সহজ হয়। কিন্তু ১২ বছর ধরে যেসব পরীক্ষা হয়েছে, সেগুলো নিয়ে তখন একটি অভিযোগও আসেনি। এখন এতদিন পর সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন।’