আবেদ আলী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৪, ২২:০৪
শেয়ার :
আবেদ আলী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলীসহ তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ মঙ্গলবার ব্যাংকগুলোতে পাঠানো এক চিঠিতে এ আদেশ দেয় বিএফআইইউ।

চিঠিতে সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের সব ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য জব্দ (ফ্রিজ) করতে বলা হয়েছে। এ ছাড়া প্রশ্নফাঁসের অভিযোগ গ্রেপ্তার মো. আবু জাফর ও মালিবাগের কোচিং সেন্টার জ্যোতি কমার্শিয়াল সেন্টারের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এই ব্যাংকগুলো থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। এর আগে দিনের শুরুতে আবেদ আলীর ব্যাংক হিসাবের তথ্য তলব করে বিএফআইইউ।

এর আগে গত রবিবার ‘বিসিএস প্রিলি-লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে পিএসসির ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তোলা হয়। তাতে আবেদ আলীর নামও আসে। এ ঘটনায় করা মামলায় রবি ও সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আবেদ আলী ও তার ছেলে সিয়ামও রয়েছেন।