প্রশ্নফাঁসকারী দলের দুই সহোদরের বাড়ি ফুলবাড়িয়ায়
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার ১৭ জনের মধ্যে দুই জনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ইচাইল গ্রামে। দুই সহোদর হলেন সাখাওয়াত ও সায়েম। তারা ক্ষুদ্র ব্যবসায়ী মো. সাহেদ আলীর ছেলে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাহেদ আলী একজন সহজ-সরল মানুষ। তার দুই ছেলের মধ্যে সাখাওয়াত মাদ্রাসার গণ্ডি পার করতে পারেননি। সায়েম এইচএসসি পাশ করা যুবক। দুই ভাই মিলে ঢাকার রাজারবাগ এলাকায় (ওয়াটার ফিল্ডার) ব্যবসা শুরু করেন। এরইমধ্যে সখ্যতা গড়ে ওঠে এ চক্রের সদস্য সুমন ও শরিফের সঙ্গে।
তবে রাজধানীতে কোনো ফ্লাট আছে কি না, তা জানা না গেলেও বিভাগীয় শহর ময়মনসিংহের আকুয়ায় রয়েছে তাদের জমি। গ্রামে আলিসান বাড়ি না হলেও তারা এলাকায় আসতেন সাদা একটা দামি প্রাইভেটকার নিয়ে। তাদের এমন চলাফেরায় স্থানীয়দের সন্দেহ ও চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
গতকাল দুই সহোদর আটকের ছবি প্রকাশ হওয়ার পরই স্থানীয়দের মধ্যে এ বিষয়ে কথাবার্তা শুরু হয়েছে। তারা অপরাধী হলে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সচেতন মহল।