সড়ক অবরোধের হুমকি জবি কর্মকর্তা-কর্মচারীদের
সর্বজনীন পেনশন কর্মসূচির প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা-কর্মচারীরা। প্রত্যয় স্কিম বাতিল না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ মঙ্গলবার দুপুরে মিছিল শেষে তারা এ কথা বলেন।
প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করেন জবি কর্মকর্তা-কর্মচারীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ও পার্শ্ববর্তী বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকে শেষ হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও কর্মকর্তা সমিতির সভাপতি আবদুল কাদের বলেন, ‘আমরা বৈষম্যমূলক পেনশন কর্মসূচি বাতিল চাই। পাশাপাশি ইউজিসির চাপিয়ে দেওয়া অভিন্ন নিয়োগ ও পদোন্নতির নীতিমালা বাতিল প্রয়োজন। যে নীতিমালা শিক্ষকেরা মানেন না, আমরাও তা মানতে চাই না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি একই দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এরই ধারাবাহিকতায় আজ জবি শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।