জুনিয়র শাকিব খানের গোপনাঙ্গ কেটে নেন স্ত্রী, উদ্ধার করল পুলিশ

অনলাইন ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ১৬:২৯
শেয়ার :
জুনিয়র শাকিব খানের গোপনাঙ্গ কেটে নেন স্ত্রী, উদ্ধার করল পুলিশ

জুনিয়র শাকিব খান ও শিখা খান

ঘুমন্ত অবস্থায় থাকাকালে সাকিল বেপারী ওরফে জুনিয়র শাকিব খান নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী শিখা খান (২৬)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার শিখা খানকে আটক করেছে পুলিশ। এ ছাড়া তার কাছ থেকে শাকিবের গোপনাঙ্গের কাটা অংশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শিখার বাবার বাড়ি এই এলাকায়।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার নয়াকান্দী কাঠের পুল এলাকার স্থায়ী বাসিন্দা সাকিল বেপারী। তবে তিনি চিত্রনায়ক শাকিব খানের অনেক বড় ভক্ত হওয়ায় তাকে জুনিয়র শাকিব খান নামে ডাকা হয়। টিকটকে শাকিব খানের মতো করে কথা বলে ভাইরালও হয়েছেন। তার স্ত্রী শিখা খানও টিকটক করেন। তারা দুজনই মাদকাসক্ত।

শাকিব ও শিখা দুজনেই একাধিক বিয়ে করেছেন। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। কয়েকবার স্থানীয় বাসিন্দারা মিমাংসাও করে দিয়েছেন।

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার শাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় তার প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়।’

এসআই বলেন, আহত অবস্থায় উদ্ধার করে শাকিবকে দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখানে তার সার্জারি চলছে।

আহত শাকিবের বরাত দিয়ে তিনি বলেন, শাকিব ও তার স্ত্রী শিখা দুজনই মাদকাসক্ত। শাকিবকে মধ্যরাতের কোনো একসময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন শিখা। শাকিব ঘুমিয়ে পড়লে ভোরের কোনো একসময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা। তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শেষে বলা যাবে। অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।