স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আবেদ আলীসহ সাতজন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় ১৭ জনের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাত আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
আজ মঙ্গলবার বেলা ৩টা থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কয়েকজন ম্যাজিস্ট্রট তাদের স্বীকারোক্তি রেকর্ড করছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ ১৭ আসামিকে আদালতে হাজির করে সাতজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন।
স্বীকারোক্তি দেওয়া অপর ৬ আসামি হলেন অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম, ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন।
আদালতে আনা অপর ১০ আসামি এখন হাজতখানায় রয়েছেন। পরে তাদের রিমান্ড আবেদনের শুনানি হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার