আজ কোথায় কী আয়োজন?

অনলাইন ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ০৮:৩৩
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন?

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

আওয়ামী লীগের যৌথসভা

আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ এ দলের যৌথ সভায় অংশ নেবেন।

শিক্ষামন্ত্রীর কর্মসূচি

মহিবুল হাসান চৌধুরী নওফেল দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয় ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করবেন।

অ্যাডভোকেট সাহারা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল, প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

তাপসের কর্মসূচি

সকাল সাড়ে ১১টায় আজিমপুরে ‘আজিমপুর আধুনিক নগর মার্কেটের শুভ উদ্বোধন এবং দোকানের চূড়ান্ত বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বিক্ষোভ কর্মসূচি

ভারতের সাথে দেশবিরোধী সব চুক্তি বাতিল করার দাবি জানিয়ে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবে গণতান্ত্রিক ছাত্র জোট।