তৃতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
তৃতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। এতে করে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়েছে।
আজ সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘৫২-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ’৭১-এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপোস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, কোটা প্রথা মানে না’ ইত্যাদি।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের প্রাণের এ দাবি সরকারকে মেনে নিতে হবে। বৈষম্যের সঙ্গে শিক্ষার্থীরা কোনো আপস করবেন না। দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাই সরকার যত দ্রুত সম্ভব কোটা সংস্কার করে নতুন পরিপত্র জারি করুক, তা না হলে আন্দোলন আরও কঠোর হবে।