সায়েন্সল্যাবে ‘বাংলা ব্লকেড’, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ১৬:৫১
শেয়ার :
সায়েন্সল্যাবে ‘বাংলা ব্লকেড’, যান চলাচল বন্ধ

সরকারি চাকরিতে প্রবেশ কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার বিকেলে ৩টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। এর ফলে সায়েন্সল্যাব, মিরপুর রোড, ধানমন্ডি ২ নম্বর হয়ে সাত মসজিদ রোডসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

অবরোধের আগে ঢাকা কলেজের ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সামনে যান। তাদের সঙ্গে ইডেনের ছাত্রীরা যোগ দেন। পরে তারা একসঙ্গে মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।

এ সময় শিক্ষার্থীরা, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেন।

এর আগে গতকাল রবিবার শাহবাগসহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টে টানা চার ঘণ্টা ‘বাংলা ব্লকেড’-এর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। তাতে জানানো হয়, সোমবারও বিকেল সাড়ে ৩টা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন তারা।