যুক্তরাষ্ট্রে দাবদাহের কবলে ১৩ কোটির বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ১৪:৫২
শেয়ার :
যুক্তরাষ্ট্রে দাবদাহের কবলে ১৩ কোটির বেশি মানুষ

যুক্তরাষ্ট্রের একাধিক অঞ্চলে বইলে তীব্র দাবদাহ। তীব্র এই গরমে বিপর্যস্ত হয়ে পড়েছেন দেশটির ১৩ কোটি মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব উপকূল থেকে শুরু করে পশ্চিম উপকূলের ১৩ কোটির বেশি মানুষ বিভিন্ন মাত্রার দাবদাহের মুখোমুখি হয়েছেন। চলমান দাবদাহ দেশটির আগের তাপমাত্রার রেকর্ড ভাঙতে শুরু করেছে।

দেশটিতে বিভিন্ন মাত্রায় দাবদাহের মুখে থাকা ১৩ কোটির মধ্যে প্রায় ৫ কোটি ৭০ লাখ মানুষের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গরমের কারণে অ্যারিজোনায় অন্তত একটি শিশুর মৃত্যু হয়েছে।

দেশটির যে সব অঞ্চলে দাবদাহ বইতে শুরু করেছে, সেসব অঞ্চলে রাতে বাসিন্দাদের ভোগান্তি বাড়বে বলে সতর্ক করে দিয়েছেন আবহাওয়াবিদেরা। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগের (এনডব্লিউএস) কর্মকর্তা জ্যাকব অ্যাশারম্যান জানান, অত্যধিক তাপ ও আর্দ্রতার কারণে যুক্তরাষ্ট্রের প্রশান্ত উত্তর-পশ্চিম, মধ্য-আটলান্টিক ও উত্তর-পূর্ব অঞ্চলের কোনো কোনো অংশের তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।