খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল-রিজভী

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২৪, ১৪:৩৫
শেয়ার :
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল-রিজভী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ সোমবার দুপুরে তারা বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রবিবার থেকে পেটের পীড়া জনিত জটিলতায় ভুগছিলেন। এ কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। শারীরিকভাবে পরিস্থিতির আরও অবনতি হলে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়া সিদ্ধান্ত নেন। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, গুলশানের বাসভবন ফিরোজা থেকে এ্যাম্বুলেন্সে করে ভোর রাতে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয় হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে সিসিইউ-সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।’

দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বেগম খালেদা জিয়াকে দেখতে যান বলে জানান শায়রুল কবির খান। 

এর আগে ২২ জুন গভীর রাতে ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়লে এ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। পরদিন তার হৃদপিন্ডে সফলভাবে পেসমেকার বসানো হয়। দুইদিন সিসিইউতে থাকার পর মেডিকেল বোর্ড সিসিইউ’র সকল সুবিধা নিয়ে কেবিনে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন থেকে গত ২ জুলাই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এর আগে গতবছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়। ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার সিরোসিস, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।