ব্যাটে সাকিবের দারুণ ইনিংস, বোলিংয়ে অনুজ্জ্বল

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ১১:৩৯
শেয়ার :
ব্যাটে সাকিবের দারুণ ইনিংস, বোলিংয়ে অনুজ্জ্বল

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এবারের আসরের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ১৮ রানের পাশাপাশি বল হাতে ১ উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান। জিতেছিল দলও। তবে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে আগের চেয়ে ভালো করলেও বোলিংয়ে অনুজ্জ্বল ছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার। তাতে হেরেছে তার দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। 

সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে লস অ্যাঞ্জেলস হেরেছে ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে লস অ্যাঞ্জেলস। জবাব দিতে নেমে ২৮ বল হাতে রেখেই সহজ জয়ে পৌঁছায় সান ফ্রান্সিসকো। 

ব্যাট হাতে এদিন ২৬ বলে ৩৫ রান করেন সাকিব। লস অ্যাঞ্জেলসের হয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ৬টি চারের মাধ্যমে খেলা ইনিংসের শেষ হয় পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের বলে। লস অ্যাঞ্জেলসের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন আন্দ্রে রাসেল। 

সান ফ্রান্সিসকো মূলত জয় পায় তাদের দুই ওপেনার ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে। অ্যালেন ৩৭ বলে ৬৩ এবং শর্ট ২৬ বলে ৫৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

বল হাতে এদিন মাত্র ২ ওভার করেন সাকিব। প্রথম ওভারে ৮ রান দিয়ে মন্দ করেননি এই বাঁহাতি স্পিনার। তবে দ্বিতীয় ওভারে তার ওপর ঝড় বইয়ে দেন ফিন অ্যালেন। ৩ ছক্কাসহ এই ওভারে তুলে নেন ১৯ রান। ২ ওভারে ২৭ রান দেওয়ার পর সাকিবকে আর বোলিংয়ে আনেননি লস অ্যাঞ্জেলস অধিনায়ক সুনীল নারাইন।