ভারতে হারানো আইফোন চট্টগ্রাম থেকে উদ্ধার
ভারতের কলকাতায় হারিয়ে যাওয়া একটি আইফোন চট্টগ্রাম থেকে উদ্ধার করেছেন পুলিশ। সম্প্রতি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (বন্দর-পশ্চিম) উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ ফোনটি উদ্ধার করেন।
গত শনিবার আইফোনটি কলকাতায় ভুক্তভোগীর নিকট পৌঁছে দেন গোয়েন্দা পুলিশ।
সিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল কলকাতার মহেশতলা থানা এলাকার জিনজিরা বাজার থেকে হারিয়ে যায় দীপান্বিতা সরকারের ব্যবহৃত আইফোন-১৩। ২৫ এপ্রিল কলকাতা পুলিশের মহেশতলা থানায় জিডি করেন ভুক্তভোগী। পরবর্তীতে জিডির বাদী ভারতে বসেই আইফোনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, তার মোবাইলের বর্তমান লোকেশন বাংলাদেশ।
সেই সময় তিনি হন্যে হয়ে খোঁজ করতে থাকেন কীভাবে তার মোবাইলটি উদ্ধার করা যায়। পরে চট্টগ্রাম মহানগর পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে ফোনটি উদ্ধারে সহায়তা চেয়ে ম্যাসেজ পাঠান তিনি। ম্যাসেজ পেয়ে ফোনটি উদ্ধারে মাঠে নামেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরবর্তীতে এসআই রবিউল ইসলাম হোয়াটসঅ্যাপে দীপান্বিতার সাথে যোগাযোগ করে জিডির কপি সংগ্রহ করেন।
সিএফসির গোয়েন্দা বিভাগের (বন্দর-পশ্চিম) এসআই রবিউল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘ভুক্তভোগী আমাদের জিডি ও মোবাইলটি বাংলাদেশে চালু করার লোকেশন পাঠায়। পরে আমরা টেকনোলজি ব্যবহার করে চারজন ব্যক্তিকে শনাক্ত করি, যারা ভারত থেকে আসা চোরা মোবাইল চট্টগ্রামে বিক্রি করে থাকেন। এরমধ্যে লোকেশন অনুযায়ী কোতয়ালী থানাধীন জলসা মার্কেটে ভারতীয় চোরাই মোবাইল বিক্রি করা এক হোতাকে শনাক্ত করি।’
তিনি বলেন, ‘পাঁচ দিন মার্কেটে আমাদের টিম কাজ করে। বিষয়টি লক্ষ্য করে ওই হোতা ফোনটি দোকানের এক কর্মচারীর মাধ্যমে আমাদের দিয়ে পালিয়ে যান। গত মাসের ৬ জুন ফোনটি উদ্ধার করি আমরা। পরে শনিবার কলকাতায় আমাদের পরিচিত একজনের মাধ্যমে ফোনটি ভুক্তভোগীর নিকট হস্তন্তর করা হয়। ফোনটি হাতে পেয়ে দীপান্বিতা সরকার সিএমপি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।’