আজ কোথায় কী আয়োজন?

অনলাইন ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ০৮:৫৪
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন?

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

কোটাবিরোধী আন্দোলন

বিকেল ৩টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে বাংলা ব্লকেড পালন করা হবে।

ওবায়দুল কাদেরের কর্মসূচি

বেলা ১১টায় ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি

সকাল ৮ টায় মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মির্জা ফখরুলের কর্মসূচি

গত ৩ জুলাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তির আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে নাটোর জেলা বিএনপি সমাবেশে হামলায় আহত জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলামকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা সাড়ে ১১টায় সেখানে যাবেন তিনি।