ফাঁসিতে ঝুলিয়ে কৃষককে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা

উজিরপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ২১:২৭
শেয়ার :
ফাঁসিতে ঝুলিয়ে কৃষককে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা

বরিশালে উজিরপুরে হতদরিদ্র এক কৃষককে রাতভর রশিতে বেঁধে নির্যাতন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে। বর্তমানে ওই কৃষক নুরুল আমিন (৫০) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে। 

কৃষক নুরুল আমিন হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মৃত কারী মোহাম্মদ আলী শিকদারের ছেলে।

পুলিশ জানায়, কৃষক নুরুল কিছুদিন আগে একই এলাকার বাবলু সরদারের ছেলে সন্ত্রাসী সুজনের চুরির ঘটনা দেখে ফেলেন। এ কারণে নুরুল থানায় জিডিও করেছিলেন। এর জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় সুজন তার সঙ্গীয় মৃত আফজালের ছেলে আরিফ ও শামসু ফকিরের ছেলে মিজান ফকির নুরুলেল বাড়িতে গিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। তবে ওই সময় নুরুল বাড়িতে ছিলেন না।

অভিযোগ করে নুরুল আমিনের স্ত্রী মুক্তামনি জানান, ওইদিন সন্ধ্যায় তার স্বামী স্থানীয় বাজারে বাজার করতে যান। তবে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে এবং হাত-মুখ বেঁধে তুলে নিয়ে যান। এরপর সন্ধ্যা থেকে সারারাত তাকে নির্যাতন করে গাছের সঙ্গে রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে তার স্বামীর অচেতন হয়ে পড়লে নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। তখন সন্ত্রাসীরা তার স্বামীর মৃত্যু হয়েছে ভেবে একটি পরিত্যক্ত পুকুরের পাড়ে ফেলে রেখে চলে যায়।

এদিকে নুরুলকে না পেয়ে পরিবারের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। সারারাত খোঁজাখুঁজির পরে আজ রবিবার সকালে হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয়ের পাশে সন্ত্রাসী আরিফের বাড়ির পাশ্ববর্তী হাজী ইসমাইলের বাড়ির পুকুর পাড়ে কর্দমাক্ত ও অচেতন অবস্থায় নুরুলকে পাওয়া যায়। পরে তার পরিবারের লোকজন দ্রুত তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে এক অভিযুক্ত মিজান ফকির বলেন, ‘গতকাল রাতে পাশের বাড়ির একটি ঘরের কাছে অন্ধকারে একটি লোক দেখে চোর মনে করে ধাওয়া করি। তাকে নুরুলের মত মনে হয়েছে। তাই তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে চলে এসেছি। তাকে হামলার ব্যাপারে আমি কিছুই জানিনা।’ 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, একজন কৃষককে মারধরের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।