সাপের কামড়ে প্রাণ গেল ২ নারী ও ঘুমন্ত শিশুর
ময়মনসিংহ ও ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে তিনজন মারা গেছেন। তাদের দুজন নারী ও এক শিশু। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার বিকেলের মধ্যে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ে দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশকাম প্রহরী মো. জাকির হোসেনের স্ত্রী পারুল আক্তার (৩৫), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামে আকালু চন্দ্রের মেয়ে সুভ্রতা জুই (৯) ও একই উপেজেলার পাড়িয়া ইউনিয়নের নিটলডোবা গ্রামের জয়নালের স্ত্রী সাহারা বানু (৩৯)।
আমাদের সময়ের গফরগাঁও (ময়মনসিংহ) ও রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধির পাঠানো খবর:
গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ে সাপের কামড়ে পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার টাংগাবর ইউনিয়নের দুবাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পারুল দুপুরে গরুর জন্য খড়ের গাদা থেকে খড় নিচ্ছিলেন। খড় নেওয়ার সময় পারুলের হাতে সাপে ছোবল দেয়। তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে শিশু সুভ্রতা জুই (৯) ও সাহারা বানু (৩৯) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে সুভ্রতার ও দুপুরে সাহারা বানুর মৃত্যু হয়। তবে তাদের কী সাপে কামড় দিয়েছে সেটি জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ভোরে ঘুমন্ত অবস্থায় বিছানায় সুভাত্রা জুইকে সাপে কামড় দেয়। ব্যথা অনুভব করায় সুভাত্রা তার মাকে জানায় কী যেন তাকে কামড় দিয়েছে। পরে তার মা দেখে একটি সাপ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তবে কোন সাপ সেটি বলতে পারেননি। তাকে চিকিৎসার জন্য ওঝা ডেকে আনা হয়। পরে তার অবস্থা অবনতি হয়ে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ির কাজ করার সময় সাপের কামড়ে আক্রান্ত হন শাহারা বানু। বৃষ্টির কারণে সাহারা বানুর কোনো চিকিৎসা করতে পারেনি তার পরিবার। আজ সকালে সাহারা বানুকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পথে সাহারা বানুর মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আহাদুজ্জামান সজিব জানান, সাপের কামড়ে আক্রান্ত নারী হাসপাতালে আসতে দেরি করায় সময়মত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। সে কারণে তার মৃত্যু হয়েছে।