মতিউরের সঙ্গে ফোনালাপ ফাঁসের পর আরজিনার ইমেইল-হোয়াটসঅ্যাপ ‘হ্যাকড’
ইমেইল-হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব আরজিনা খাতুন।
ছাগলকাণ্ডে আলোচনায় আসা এনবিআরের মতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ফোনালাপ ফাঁসের পর আজ রবিবার ফেসবুকে এ কথা জানান আরজিনা।
নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে আরজিনা খাতুন লেখেন, ‘সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমার ইমেইল ও হোয়াটসআপ আইডি হ্যাক হয়েছে। আমার নাম সম্বলিত (সংবলিত) ইমেইল আইডি এবং আমার হোয়াটসআপ আইডি থেকে কারো (কারও) কাছে কোন (কোনো) মেসেজ গেলে সেটা ইগনোর করার জন্য অনুরোধ করছি।’
এর আগে এনবিআরের মতিউর রহমানের সঙ্গে একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাদের দুজনের ঘনিষ্ঠ কথোপকথন শোনা যায়।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনে ফেয়ার অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেডের পক্ষে মো. ইসতিয়াক আহমেদ রেজা নামের জনৈক এক ব্যক্তি আরজিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, আমদানি পণ্য খালাসের নামে একশ্রেণির ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। অনেক সময় পণ্য খালাসের কাজ না হলেও ফেরত দিতেন না ঘুষের টাকা। এভাবে দুর্নীতির টাকায় তিনি গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। একইসঙ্গে তিনি স্বর্ণ চোরাকারবারীদের সঙ্গে যোগসাজসে হাতিয়েছেন প্রায় ৬ কোটি টাকার স্বর্ণ। ক্রয়মূল্য গোপন করে ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাট কিনেছেন জাতীয় রাজস্ব বোর্ডে দ্বিতীয় সচিব আরজিনা খাতুন। ফ্ল্যাটটি কিনেছেন ২ কোটি টাকায়। কিন্তু কেনার চুক্তিনামায় উল্লেখ করেছেন ১ কোটি ২১ লাখ টাকা। এ ছাড়া ফ্ল্যাট কেনার পর সেখানে ইনটেরিয়র ডিজাইনের পেছনে খরচ করেছেন ২৭ লাখ টাকা, ফ্ল্যাটের ইলেক্ট্রনিক্স ও ফার্নিচারের পেছনে ব্যয় করেছেন ৩৫ লাখ টাকা। তবে ব্যাংক থেকে ঋণ নিলেও তা ফ্লাট কেনার এক বছর পর।
দুদকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, কাস্টমসের চাকরির আগে আরজিনা খাতুনের বাড়ি ছিল ২০ ফিটের একটি টিনের ঘর। ওই টিনের ঘরের একটি অংশ পাটিশন দেওয়া ছিল। সম্প্রতি তার গ্রামের বাড়িতে ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন আলিশান বাড়ি। ফার্নিচার ও ইলেক্ট্রনিক্স খাতে ব্যয় করা হয়েছে আরও অন্তত ৩৫ লাখ টাকা। আরজিনা কোটি টাকা ব্যয়ে তার আপন দুই ছোট ভাইয়ের নামে ৪০ বিঘা জমি ক্রয় করেছেন। বর্তমানে সেখান থেকে ৩০ বিঘা জমি বন্ধক রাখা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার