বন্ধুর গুলিতে প্রাণ হারালেন ইউপি চেয়ারম্যান!
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই ইউপি চেয়ারম্যানের নাম সুমন হালদার।
এ তথ্য নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব আলী বলেন, ‘সকালে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি পদে নির্বাচন ছিল। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর ক্ষিপ্ত হয়ে স্কুলের বারান্দায় ইউপি চেয়ারম্যান সুমনকে গুলি করে হত্যা করে তার বন্ধু নূর মোহাম্মদ ভোলা।’
সুমনের মরদেহ উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনার পরই নূর মোহাম্মদ পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ওসি জানান, ঘটনাস্থল থেকে কাওসার হালদার, পরাজিত মিলেনুরের ভাই শেখেনুর ও নূর মোহাম্মদ ভোলার ভাই নুর হোসেনকে আটক করেছে পুলিশ।
এর আগে গতকাল রাত ১০টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপির তিনবারের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।