প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ১৬:৫৪
শেয়ার :
প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জেরে মারুফ (২২) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার বেলা ১১টায় শিবপুর সদর রোড এলাকার ধিরা ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ শিবপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত মোশাররফের ছেলে। শিবপুর বাজার সিলভার পট্টির একটি দোকানে শওকত আলী নামের একজনকে কুপিয়ে আহত করার মামলায় আসামি ছিলেন মারুফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর রোড এলাকায় ধিরা ঘোষের বাড়ির দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন মারুফ। বেলা ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে মারুফকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মারুফকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, দুই মাস আগে শিবপুর বাজারে শওকত আলীকে কুপিয়ে আহত করার জেরে আজ মারুফকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।