নড়বড়ে সাঁকোয় সন্তান জন্ম দিলেন গৃহবধূ
১৫ বছর আগে বন্যায় ভেঙে যায় সড়কের একাংশ। পরে স্থানীয়দের উদ্যোগে সেখানে নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। এরপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হয় হাজারও মানুষকে। এতে প্রায় ঘটছে নানা ধরণের দুর্ঘটনা।
এমন এক দুর্ঘটনার শিকার হয়েছেন বিলকিস খাতুন নামের এক গৃহবধূ। ওই সাঁকোর ওপর দিয়ে অন্তঃসত্ত্বা বিলকিসকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন স্বজনরা। সাঁকোটিতে গাড়ি চলাচলের অযোগ্য হওয়ায় হেঁটে পার হচ্ছিলেন তারা। এর মধ্যে বিলকিসের প্রসব বেদনা শুরু হয়। এক পর্যায়ে সাঁকোর ওপর কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মাঝিপাড়া-মন্ডলপাড়া-খাটিয়ামারী সড়কের সুতিরপার এলাকায় এ ঘটনা ঘটে।
বিলকিস খাতুন সাইজুদ্দিনের স্ত্রী। তার বাবার বাড়ি রৌমারী সদর ইউনিয়নের সুতিরপার এলাকায়।
বিলকিস খাতুনের ভাই শাফি আহমেদ বলেন, ‘সেতু নির্মাণ না হওয়ার কারণে আজ আমার বোন পথেই সন্তান জন্ম দিল। এটা বড় দুঃখের বিষয়। দীর্ঘদিন থেকে এই ভাঙাচোরা সাঁকো নিয়ে দুর্ভোগে আছি।’
শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, কিছু দিন আগে বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। সাঁকোটি চলাচলের জন্য মেরামত করা হচ্ছে।