আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় বাঘা পৌর মেয়র কারাগারে
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শুক্রবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় আক্কাস আলীকে। আজ সকালে তাকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুপুরে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। কিন্তু বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত ২২ জুন বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে চলা মানববন্ধন কর্মসূচিতে হামলা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ জুন বিকেলে মারা যান আওয়ামী লীগ নেতা বাবুল।
বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে মেয়র আক্কাছকে প্রধান করে ৩২ জন নামীয়সহ শতাধিক ব্যক্তিকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলার প্রধান আসামি মেয়র আক্কাছ ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
গতকাল ভোরে মতিঝিল এলাকা থেকে আক্কাছ ও তার অপর চার সহযোগীকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে রাজশাহী জেলার ডিবির কাছে আসামিদের হস্তান্তর করা হয়।
রাজশাহী জেলার ডিবির ভারপ্রাপ্ত (ওসি) রুহুল আমিন বলেন, আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা মামলাটি তদন্ত করছেন বাঘা থানার পরিদর্শক (তদন্ত) শোয়েব খান। এই মামলার প্রধান আসামি মেয়র আক্কাছ আলীকে আজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। তবে এই হত্যা মামলায় আগে গ্রেপ্তার হওয়া আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করায় মামলার নথি সেখানে রয়েছে। আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে নথি বিচারিক আদালতে ফেরত আসলে তখন মেয়র আক্কাছ আলীর রিমান্ড শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় আক্কাছ আলীর সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর চার সহযোগী আসামি মজনু, টুটুল, আব্দুর রহমান মহুরি ও স্বপনকে আজ আদালতে হাজির করা হয়নি। আগামীকাল রবিবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হতে পারে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় প্রধান আসামি আক্কাছ আলীসহ এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।