রাজধানীতে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ে মাকসুদা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে খিলগাঁওয়ের সি ব্লকে স্বামীর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাকসুদা।
মাকসুদা মাদারীপুরের শিবচর উপজেলা চরজানাজা গ্রামের হারুন ব্যাপারীর মেয়ে। তার স্বামীর নাম কাজী এবাদুজ্জামান। তিনি চশমার দোকান করার পাশাপাশি পাঠাও-এ মোটরসাইকেল চালান। এবাদুজ্জামান-মাকসুদা দম্পতির এক ছেলে এক মেয়ে রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, শনিবার দুপুরে খিলগাঁও সি ব্লকে স্বামী এবাদুজ্জামানেরর ফ্ল্যাটে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন মাকসুদা। সংবাদ পেয়ে ওই বাসায় গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পরিবারের বরাত দিয়ে এসআই বলেন, পারিবারিক কলহ থেকে ঘটনাটি ঘটতে পারে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।