ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে শুভচ্ছো জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ১৭:১৩
শেয়ার :
ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে শুভচ্ছো জানালেন পুতিন

ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শনিবার ক্রেমলিন থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ইরানের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান রুশ প্রেসিডেন্ট। 

ইরানি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, শুভেচ্ছো বার্তায় পুতিন লেখেন, ‘আমি আশা করি যে প্রেসিডেন্ট হিসেবে আপনার কাজ হবে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে আমাদের সব বন্ধুজনদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি করা।’ 

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, ভোট গণনা শেষে প্রাথমিক ফলে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৬৩ লাখ ভোট। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী কটরপন্থী সাঈদ জালালি পেয়েছেন ১ কোটি ৩৫ লাখ ভোট।

জানা গেছে, এবারে ভোটারের উপস্থিতিও বেশি ছিল। প্রায় ৫০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। এর আগে ২৮ জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪০ ভাগ।

গত ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কেউ এককভাবে শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়।