ঘাস কাটতে যাওয়ার পথে প্রাণ গেল কৃষকের

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ১৬:৫৫
শেয়ার :
ঘাস কাটতে যাওয়ার পথে প্রাণ গেল কৃষকের

দিনাজপুরের বিরামপুরে ঘাস কাটতে যাওয়ার পথে পিকআপে ধাক্কায় হোসেন আলী (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌরশহরের টাটকপুর এলাকার ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী টাটকপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম শাকিল।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালে গরুর জন্য পাশের মাঠে ঘাস কাটতে যাচ্ছিলেন হোসেন আলী। এ সময় মহাসড়কের ফুটপাতের অংশ দিয়ে তিনি হাঁটছিলেন। পিছনে দিক থেকে দুইটি পিক-আপ ওভারটেক করার সময় হোসেন আলীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘সকালে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় হোসেন আলীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।’