বিমানবন্দর রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
০৬ জুলাই ২০২৪, ১৪:২৫
শেয়ার :
বিমানবন্দর রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর বিমানবন্দর বটতলা কসাইবাড়ি রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরনে ছিল চেক লুঙ্গি ও নীল রঙের গেঞ্জি। নিহত এ পুরুষের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মার্মা।

তিনি বলেন, ‘শুক্রবার রাত ৭টা ৩৫ মিনিটের দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের বটতলা কসাইবাড়ি রেল ক্রসিং এলাকায় অসতর্কভাবে রেললাইনের উপর দিয়ে চলাচলের সময় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে রাতেই সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।’

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়, বলে জানান তিনি।

তিনি বলেন, ‘নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে ও ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’