অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন শাশ্বত
অন্তঃসত্ত্বা অবস্থাতেই একের পর এক চ্যালেঞ্জিং দৃশ্যে শ্যুটিং করেছেন দীপিকা পাডুকোন। হাসি মুখে কাজ করে গিয়েছেন মম টু বি দীপিকা। কল্কি ২৮৯৮ এডি-তে প্রথমবার দীপিকার সঙ্গে কাজ করেছেন বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকা কী ভাবে কাজ করেছেন, চ্যালেঞ্জিং দৃশ্যে কী ভাবে কাজ হয়েছে সেই নিয়ে কথা বললেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, ছবির ক্লাইম্যাক্সে দীপিকার সঙ্গে একটি লড়াইয়ের দৃশ্য রয়েছে শাশ্বতর। দৃশ্যে দীপিকার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যান শাশ্বত। এই দৃশ্যের শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। তাই অতিরিক্ত সতর্ক হয়ে এই দৃশ্যের শুটিং করছিলেন তিনি।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাশ্বত জানান, এই দৃশ্যের শুটিং-এ সেটে উপস্থিত ছিলেন রণবীর সিংহ। লড়াইয়ের দৃশ্যে দীপিকার অতিরিক্ত খেয়াল রাখবেন ও নিজেও সতর্ক থাকবেন, রণবীরকে এমন আশ্বাস দিয়েছিলেন শাশ্বত। প্রয়োজনে দীপিকার বদলে তার বডি ডাবল ব্যবহার করার কথাও জানানো হয়েছিল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
দৃশ্যটি সম্পর্কে শাশ্বত বলেন, একটি দৃশ্য রয়েছে যেখানে আমি তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাই। ছবির একেবারে শেষ পর্যায়ের শুটিং ছিল এটি। মুম্বাইয়ে শুটিংটা হয়েছিল কারণ সেই সময়ে দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন। অনেক শারীরিক কসরত ছিল ওই দৃশ্যে। রণবীরকে বলেছিলাম, ‘চিন্তা করো না। কঠিন দৃশ্যে বডি ডাবল ব্যবহার করা হবে।’ রণবীরও খুব বিনয়ী। ও শুনে হেসে বললে, ‘আচ্ছা দাদা’।
দীপিকার সঙ্গে অভিনয় করেও খুশি অভিনেতা। শাশ্বত জানান, দীপিকার মুখে সব সময় হাসি থাকত। তাই তার সঙ্গে কাজ করাও আনন্দদায়ক।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসন প্রমুখ।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’