ইরানে চলছে ভোট গণনা, এগিয়ে মাসুদ পেজেশকিয়ান
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। তৃতীয়বারের মতো সময় বাড়ানোর পর শুক্রবার মধ্যরাতে ভোটগ্রহণ শেষ হয়। এখন দেশটিতে চলছে ভোট গণনা।
রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, শনিবার দিনের শুরুতে ভোট গণনার প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ২ লাখ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী কটরপন্থী সাঈদ জালালির তুলনায় এগিয়ে রয়েছেন।
নির্বাচনী মুখপাত্র মোহসেন ইসলামি বলেছেন, এখন পর্যন্ত পেজেশকিয়ান পেয়েছেন ১২ লাখ ভোট, অপরদিকে জালালি পেয়েছেন ১০ লাখ ভোট।
গত ২৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট হয়। প্রথম দফায় কোনো প্রার্থীই এককভাবে শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়। দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান এবং সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জলিলির মধ্যে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!