প্রকাশ হলো শামীম-দোলার তোমারই মোহে

বিনোদন সময় প্রতিবেদক
০৬ জুলাই ২০২৪, ০০:০০
শেয়ার :
প্রকাশ হলো শামীম-দোলার তোমারই মোহে

শামীম হাসান ও দোলা রহমানের কণ্ঠে প্রকাশ হলো ‘তোমারই মোহে’ গানের মিউজিক ভিডিও। রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন একে পরাগ।

শামীম হাসান বলেন, গানটি আমার সবচাইতে পছন্দের গান। অদিত ভাই একজন গুণী সংগীত পরিচালক। তার সঙ্গে কাজ করা আমার জন্য অত্যন্ত গর্বের।

দোলা রহমান বলেন, ‘এই গানটি আমার হৃদয়ের অনেক কাছের। গানটি গাইতে পেরে আমি বেশ আনন্দিত। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

গানটি প্রসঙ্গে অদিত রহমান বলেন, শামীম ও দোলা গানটি দুর্দান্ত গেয়েছেন। গানটি প্রকাশের পর থেকেই সবার অনেক প্রশংসা পাচ্ছি। ফগ বাংলাদেশের পরিবেশনায় গানটি প্রকাশ পেয়েছে অদিত রহমানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।