ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা, লাশ হলেন দুজনই
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার চৌরাস্তা-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (১৮) ও বিউটি আক্তার (৩০) উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের বাসিন্দা। বিউটি আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জানা গেছে জানিয়েছে, আজ সকালে বিউটি আক্তার তার ছোট ভাই ইয়াছিনকে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলার সোনাইমুড়ী বাজারে যান। পরে দুপুর ১টার দিকে ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। পথে অটোরিকশাটি সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ এলাকায় রাস্তা পার হতে গেলে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘কাভার্ডভ্যান ও অটোরিকশা জব্দ করা গেলেও চালকরা পালিয়ে যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’