বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
০৫ জুলাই ২০২৪, ১৬:৫৫
শেয়ার :
বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় যাত্রীবাহী বাসের ১৫ জন আহত হয়। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে পুকুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পাবনা জেলা সদরের নাজিরপুর এলাকার মৃত আফাই প্রামাণিকের ছেলে রাজু প্রামানিক(৩০) এবং একই গাড়ির হেলপার একই এলাকার রওশন আলীর ছেলে সুজন (২৯)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও অন্য একজন মারা গেছে। এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পিকআপটিকে চাপা দিয়ে খাঁদে পড়ে রয়েছে। উদ্ধার তৎপরতায় চলাকালীন প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম জানান, বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার নিহত হয়েছেন। আরেকজন ছিটকে বাইরে মৃত্যু হওয়ায় তিনি পিকআপের যাত্রী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।