যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। বিভিন্ন বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, ভূমিধস জয়ের পথে রয়েছে বর্তমান বিরোধী দল লেবার পার্টি। এই হিসাবে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যমগুলোর করা জরিপে দেখা যায়, ৬৫০ আসনের হাউস অব কমেন্সে ৪১০টি আসনে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি। আর ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেতে যাচ্ছে ১১০টি আসন।
এদিকে যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৭টার মধ্যেই নিশ্চিত হবে ভোটের ফল। ৬৫০ আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন ৩২৬ আসন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ফল ঘোষণার পরই পার্লামেন্টে সবচেয়ে বেশি ভোট পাওয়া দলকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেক্ষেত্রে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি হেরে গেলে শুক্রবারই রাজার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেবেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
আগামী ৯ জুলাই পার্লামেন্টে শপথ নেবেন নবনির্বাচিত আইনপ্রণেতারা। এরপর নির্বাচিত হবেন নতুন স্পিকার। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পার্লামেন্টের অধিবেশন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস