আজ কোথায় কী আয়োজন?

অনলাইন ডেস্ক
০৫ জুলাই ২০২৪, ০৮:৪৫
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন?

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৩টায় গণভবন থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশে সড়ক পথে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এরপর বিকেল ৫টায় সেখান থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়ক পথে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রীর কর্মসূচি

বিকেল ৩টায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি

রোটারি ক্লাব অফ ঢাকা পাথফাইন্ডারের অনুষ্ঠানে (২০২৪-২০২৫ সালের লঞ্চিং অনুষ্ঠান) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কর্মসূচি

কমিটমেন্ট কালচারাল একাডেমির পারফরমেন্স স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ। সন্ধ্যা ৬টায় হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

গণতন্ত্র মঞ্চের সমাবেশ

প্রধানমন্ত্রী ভারত সফরে সম্পাদিত বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।