সিলিং ফ্যানে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

বাগেরহাট প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ২১:৫০
শেয়ার :
সিলিং ফ্যানে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়ী আবু দাউদ শেখ (৪৫) ও তার স্ত্রী সুলতানা লাখি (৩৫) একই ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বাগেরহাটের বইটপুর বাজার সংলগ্ন ফকিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানিয়েছে, আজ সকালে ওই দম্পতির মেয়ে জান্নাতুল ফেরদৌস তাদের ঘরের দরজায় অনেকক্ষণ বাবা-মাকে ডাকাডাকি করে, কিন্তু দরজা না খোলায় সে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে আবু দাউদ শেখ ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে। 

প্রতিবেশীরা ধারণা করছেন, আবু দাউদ শেখ আজ সকালে হাঁটতে বের হন, তিনি হেঁটে এসে তার স্ত্রীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এটি দেখে তিনিও একই ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাসেলুর রহমান বলেন, ‘সকাল আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারনা করছি পারিবারিক কলহের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’