যমুনার পানি বিপৎসীমার ওপরে, ঢুকছে লোকালয়ে

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ১৮:৪৭
শেয়ার :
যমুনার পানি বিপৎসীমার ওপরে, ঢুকছে লোকালয়ে

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে; যা প্রতি ঘণ্টায় দুই সেন্টিমিটার করে বাড়ছে। এ অবস্থায় স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যমুনার পানি ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাউবো।

এ পরিস্থিতিতে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের লোকালয়ে পানি প্রবেশ করেছে। এ সব এলাকার কিছু কিছু বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দারা নিরাপদে আশ্রয় নিচ্ছেন। এ ছাড়া আরও দুই থেকে তিনদিন পানি বাড়ার পাশাপাশি স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

অপরদিকে যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের ভাঙনে শাহজাদপুর উপজেলার পাচিলসহ আশপাশের এলাকায় শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া কাজিপুর ও চৌহালী উপজেলার কয়েকটি স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় আজ দুপুরে এক জরুরি সভা করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।