‘তুফান’র পর রাফীর ‘ব্ল্যাক মানি’
প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে রায়হান রাফীর সিনেমা ‘তুফান’। আগামীকাল শুক্রবার এটি মুক্তি পাচ্ছে ভারতে। আর গেল ২৮ জুন সিনেমাটি মুক্তি পেয়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে।
এর মাঝেই সুখবর দিলেন রাফী। জানালেন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র জন্য তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজ।
সম্প্রতি বঙ্গ’র অফিসে রাফী ও প্রতিষ্ঠানটির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জুর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এই সিরিজে কারা কারা অভিনয় করবেন তা এখনই জানাতে নারাজ সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এ প্রসঙ্গে নির্মাত রাফী বলেন, ‘ব্ল্যাক মানি দিয়ে বঙ্গর সঙ্গে আমার প্রথম কাজ হচ্ছে। সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। বঙ্গর সঙ্গে এ রকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।’
প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘রাফী এ দেশের এমন একজন নির্মাতা যে তার প্রথম কাজ “পোড়ামন ২” দিয়েই নিজের স্বাতন্ত্র ও সক্ষমতা প্রমাণে সফল। রাফীর প্রতি আমার মুগ্ধতা সেই থেকেই। পরবর্তী সময়ে আমরা বঙ্গ থেকে রাফীর “পোড়ামন-২” এবং “দহন” সিনেমা দুটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন রাইটস গ্রহণ করি। দুটো ছবিই বঙ্গতে দর্শকনন্দিত হয়। আর এখনতো দেশে ও প্রবাসে রাফীর “তুফান” অভূতপূর্ব সফলতা দেখিয়েছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘ব্ল্যাক মানি গল্পটি রাফী আমাকে এই বছরের শুরুতেই শোনায়। যার ধারাবাহিকতায় গত ২ জুলাই তার সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়। ব্ল্যাক মানি নিয়ে আমরা বঙ্গ পরিবার অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি এটিও রায়হান রাফীর আরেকটি সফল কাজ হবে। বাংলা কনটেন্ট আরও একধাপ এগিয়ে যাবে দেশে ও প্রবাসে।’