যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন: লড়ছেন ৩০০ মুসলিম প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৪, ১৫:৩৭
শেয়ার :
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন: লড়ছেন ৩০০ মুসলিম প্রার্থী

চলছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ব্রিটিশ মুসলিমরা। দেশেটির ১০০টির মতো আসনে প্রচুর মুসলিমের বাস। প্রার্থী হয়েছেন প্রায় ৩০০ জন মুসলিম।  

প্রত্যাশিত সময়ের চেয়ে আগেই যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাজ্যে নির্বাচিত সরকারের মেয়াদ হয় পাঁচ বছরের। গতবারে অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়েছিল কনজারভেটিভ পার্টি। নিয়মমাফিক পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৫ সালের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২২ মে আচমকা আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

 এ নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টিসহ অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। হাউজ অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত, স্বতন্ত্র প্রার্থীসহ রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যুক্তরাজ্যে প্রায় ৪০ লাখ মুসলিম ভোটার রয়েছে। মুসলিম প্রার্থীদের অনেকেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত। জরিপ সংস্থা ইউগভের পূর্বাভাস অনুযায়ী মুসলিম প্রার্থীদের জয়ের সম্ভাবনা প্রবল।

 ২০১০ সাল থেকে টানা তিন বার ক্ষমতায় আছে কনজারভেটিভ পার্টি। এবার দলটির অবস্থা নড়বড়ে। আর মে মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বিপুল বিজয়ের পর ফুরফুরে মেজাজে থাকা আত্মবিশ্বাসী লেবার পার্টি জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।