আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বৃহস্পতিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত। পরে বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত।
শিক্ষামন্ত্রীর কর্মসূচি
বিকেল ৩টায় গুলশান এভিনিউর ইএমকে সেন্টারে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন আয়োজিত ‘শান্তি ও সম্প্রীতির সংলাপ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আইজিপির কর্মসূচি
বেলা পৌনে ১১টায় রাজারবাগে সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি উদ্বোধন এবং ‘মুক্তিযুদ্ধে পুলিশ: বাংলাদেশ পুলিশ একাডেমি’ গ্রন্থের মোড়ক উন্মোচন হবে। এতে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বাণিজ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি
লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার মানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ‘স্মার্ট সলিউশন পোর্টাল’ উদ্বোধন অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এই অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পলকের কর্মসূচি
সকাল ৯টায় আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘আইসিটি এবং মানসিক স্বাস্থ্য’ শীর্ষক পলিসি রাউন্ড টেবিল বৈঠক হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নসরুল হামিদের কর্মসূচি
দুপুর ১২টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।